নারায়নগঞ্জ প্রতিনিধিঃ জেলা প্রশাসক কনফারেন্স রুমে আইন-শঙ্খলা বিষয়ক সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) তার বক্তব্য বলেন, এটা বিজয়ের মাস। আমরা বিজয়ী জাতি। আর এই বিজয়ের মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মূল লক্ষ্য। আমরা বর্তমানে নির্বাচন কমিশনারের অধীনে আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ তারিখে একাদশ জাতীয় সংসদ নিবার্চন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূন্ন করতে র্যাব, বিজিবি, আনসার তথা সর্বস্তেরর সরকারী কর্মকর্তা কর্মচারীদের (নির্বাচন সংশ্লিষ্ট) সার্বিক সহযোগিতা চাই। একাত্তেরর পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিতে পারে এবং নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করতে পারে, এ ক্ষেত্রে তিনি সকলকে সর্তক থাকার অনুরোধ করেন। ইহাছাড়াও নারায়ণগঞ্জ গার্মেন্টস শিল্পে যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের থাকবে জিরো টলারেন্স নীতি। এমনকি পুলিশ সদস্যও যদি এই সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিশেষে তিনি জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত জেলা প্রশাসকসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।