পাচঁ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

655

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাচঁ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংর্বধনা দেয়া হয়। সন্তানদের দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত করে তোলার কারণে  সফল জননী হিসেবে গবেষক, কলামিষ্ট, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের জননী রাহাতুন্নেসা সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা ও চাকরী ক্ষেত্রে অবদান রাখায় মিনু আক্তার, নির্যাতনের শিকার ভুলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় রাবেয়া আক্তার, সমাজে অর্থনৈতিকভাবে সফল ভূমিকা রাখায় রেহানা বেগম, সামাজিক কার্যক্রম পরিচালনায় অবদান রাখায় ডা. খালেদা খানমকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম।