রূপগঞ্জে নৌকার গাজীর প্রতিদ্বন্ধী হলেন ধানের শীষ কাজী মরিরুজ্জামান

582

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী গাজীকে প্রতিদ্বন্ধীতা করার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মরিরুজ্জামান মনিরকেই চুড়ান্ত করা হয়। গত শনিবার সন্ধ্যায় দল থেকে চুড়ান্ত এ সিদ্ধান্ত দেয়া হয়।

গত ২৭ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ¯^াক্ষরিত পৃথক পত্রে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরকে দলের মনোনয়ন দেয়া হয়। গত শণিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কাজী মনিরুজ্জামান মনিরকে চুড়ান্তভাবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্ধীতা করতে মনোনীত করা হয়। মনিরের মনোনয়ন চুড়ান্ত হওয়ায় শণিবার রাতে মিষ্টি বিতরন করেন সমর্থকরা।