সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) আজ ১০ ডিসেম্বর সোমবার ফতুল্লা, আলীগঞ্জ, পাগলা ও বিসিক এলাকা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চলমান গার্মেন্টস অস্থিরতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ফতুল্লা থানা পরিদর্শনকালে থানার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আবারো অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবাগত এস পি জোরালোভাবে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, গার্মেন্টস সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দায়ীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না।