হুমায়ুন কবির, সোনারগাঁ থেকেঃ নারায়ণগন্জ -৩ আসনের আওয়ামীলীগের সাবেক সাংসদ ও একাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার বলেছেন, সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি রক্ষার্থে তৃনমুল নেতাকর্মীদের অস্তিত্ব রক্ষার জন্য দলের মনোনয়ন না পেয়েও স্ততন্ত প্রার্থী হয়েছি। তিনি বলেন, আমি সংসদ সদস্য হতে চাইনি, আপনারা আমাকে প্রার্থী বানিয়েছেন। তাই সকলে যার যার অবস্হান থেকে এ আসনটিকে জয়যুক্ত করে জননেএী শেখ হাসিনাকে উপহার দিবেন।
১০ই ডিসেম্বর সোমবার স্বতন্ত প্রার্থী হিসেবে সিংহ প্রতিক পাওয়ার পর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী সভায় অংশ নিয়ে আবদুল্লাহ আল কায়সার এসব কথা বলেন।
এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা নোয়াগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, কাউন্সিলর রীতা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আলী হায়দার ,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, তাতীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান নুর, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন, যুগ্না সম্পাদক শহিদুল ইসলাম শামীমসহ আওয়ামীলীগের কয়েক হাজার নেতাকর্মী।