সময়ের চিন্তা ডট কমঃ পূর্ব নির্দেশনা অনুযায়ীই ঠিক ৪.১৫ মিনিট বেজে উঠার সাথে সাথেই একযোগে লাখো সুরে নৌকার শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আওয়ামীলীগের এমপি প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী আসন নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ।
১০ই ডিসেম্বর সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ পেয়ে বিকেলে ফতুল্লা-সিদ্ধিগঞ্জে শামীম ওসমানের নৌকার পক্ষে ২৬১টি নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির নেতৃবৃন্দদের আয়োজনে এই ব্যাপক শ্লোগানের শোডাউন শুরু হয় যা চলবে নির্বাচনের আগের দিন পর্যন্ত।
ফতুল্লা থানা এলাকায় নৌকার শ্লোগানের শোডাউনের নেতৃত্বে ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক হাজী এম শওকত আলী। অপরদিকে সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার নেতৃত্বে কেন্দ্র ভিত্তিক শ্লোগানের শোডাউন শুরু হয়। শ্লোগানের শোডাউনে যোগ দেয়া আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সকলের মুখে একটাই শ্লোগান ছিল, মার্কাটা কি ‘নৌকা’। তোমার আমার মার্কা ‘নৌকা, নৌকা’। শেখ হাসিানর মার্কা ‘নৌকা। উন্নয়ণের মার্কা ‘নৌকা’। শামীম ওসমানের মার্কা ‘নৌকা’।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী চক্রকে সতর্ক করতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনার প্রথম দিনে একযোগে সকল নির্বাচনী কেন্দ্র কমিটির সামনে নৌকার শ্লোগানে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান।