সময়ের চিন্তা ডট কমঃ নারাণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার ডিআই-টু সাজ্জাদ রোমন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তাকে ‘ইন্সপেক্টর মিডিয়া’ হিসেবে পরিচয় করিয়ে দেন নবাগত পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার)। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার বলেন, দায়িত্বের কারণে নানা কাজে ব্যস্ত থাকি। যে কারণে অনেক সাংবাদিক তথ্যের জন্য ফোন করলে সময় মতো তা ধরা সম্ভব হয়ে ওঠে না। এতে সাংবাদিকদের সাথে পুলিশের তথ্য বিনিময়ের ক্ষেত্রে এক রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেটি দূর করার লক্ষ্যে এ জেলায় যোগদান করেই একজন মিডিয়া অফিসার নিয়োগ করেছি। যার নাম দেয়া হয়েছে ‘ইন্সপেক্টর মিডিয়া’। তিনি বলেন, এখন থেকে যে কোন নিউজ সংক্রান্ত বিষয়ে সাংবাদিক ভাইয়েরা তাকে ফোন দিবে। সে সংশ্লিষ্টদের সাথে যোগযোগ করে তাৎক্ষনিকভাবে তথ্য সরবরাহ করবে সাংবাদিকদের।
ডিআই-টু হওয়ার আগে পুলিশ পরিদর্শক সাজ্জাদ রোমন সদর থানার ইন্সপেক্টর (ইনটেলিজেন্ট ও কমিউনিটি) দায়িত্বে ছিলেন।