সময়েরচিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও আওয়ামীলীগের সাবেক এমপি এস এম আকরাম বলেন, দেশে গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য আমাদের এই নির্বাচন। সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। অথচ সরকারী দলের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে প্রকাশ্যে দাবড়িয়ে বেড়াচ্ছে। এদেরকে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
১১ই ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর উপজেলার আলীনগরস্থ বন্দর থানা বিএনপি কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেছেন। তিনি আরও বলেন, ফুল দেওয়া নেওয়ার অনেক সময় রয়েছে, এখন ফুল দেওয়া নেওয়ার সময় নয়। আমার সাথে ছবি তুলতে পারেননি বলে কেউ দুঃখ পাবেন না। এখন কাজের সময়, ছবি তোলার সময় নয়। আমাদের অনেক কাজ বাকি আছে,যা আমরা জানি।ঐক্য ফ্রন্ট প্রার্থী এস.এম. আকরাম আরও বলেন, বন্দরে বিএনপি এতটা সুসংগঠিত এ ধরনা আমার ছিল না। কর্মী সভায় যারা এখানে এসেছেন তারা অনেকে জেল খেটেছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।এর মধ্যে থেকেই আপনাদেরকে নির্বাচন করতে হবে। সারাদের ভার আপনাদের উপর নেই।কিন্তু ৫ আসনের ভার আপনাদের উপর রয়েছে। আপনাদের মনে রাখতে হবে প্রতিটি আসন ও প্রতিটি প্রার্থী খুব গুরুত্বপূর্ন। তাই গনতন্ত্র পূর্নপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য ফ্রন্টকে নির্বাচিত করতে হবে।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি মোঃ আমান উল্ল্যাহ আমান, বন্দর শহর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ পনেছ, মহানগর যুবদলের নেতা সানোয়ার হোসেন, রাশিদা জামাল, মহানগর ছাত্রদল নেতা রিয়াদ,বন্দর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কাশেম প্রমুখ।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি প্রচার সম্পাদক মোজাম্মেল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোহাম্মদ হাফেজ, বিএনপি নেতা মোঃ সেলিম, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আশাবুদ্দিন, ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার, বন্দর থানা মহিলাদলের সভাপতি নাজমা বেগম, নাছিমা বেগম, বিএনপি নেতা দেলোয়ার, ফারুক, নজরুলসহ শত শত বিএনপি নেতৃবৃন্দ ।