স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে সোনারগাঁ আওয়ামীলীগ সমর্থন দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে স্থানীয় রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে কর্মী সভা করে এ সমর্থন দেন। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক মিয়া, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
সভায় মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আওয়ামীলীগকে সাথে নিয়েই আজীবন সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন। এছাড়া গত ৫ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভুল-ত্রæটি করে থাকলে ক্ষমা প্রার্থণা করেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম জানান, নেত্রী মহাজোটের প্রার্থী দিয়েছেন। মঙ্গলবার জেলা আওয়ামীলীগ ও সোনারগাঁ আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে বর্ধিত সভা হয়েছে। গতকাল বুধবার সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করা হয়েছে। সভায় মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সোনারগাঁ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ আমাদের সঙ্গে সভায় ছিলেন না।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া জানান, জননেত্রী শেখ হাসিনা সোনারগাঁয়ে মহাজোটের প্রার্থী দিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে মেনে নিয়ে মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করব।