রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

436

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামীলীগের একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এ সময় তারা ক্যাম্পে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় জড়িত বিএনপির স্থানীয় কর্মী সমর্থকদের দায়ী করে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেছে আওয়ামীলীগের কর্মী সমর্থকরা। উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন মোল্লা জানান, একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের প্রচারনার জন্য তারা ভুলতা ইউনিয়নের হাটাব জেলেপাড়া এলাকায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন একটি নির্বাচনী ক্যাম্প প্রতিষ্টা করেন। বৃহস্পতিবার গভীর রাতে  ২০/ ২৫ জন বিএনপির কর্মী সমর্থক মুখে মুখোশ পরে ক্যাম্পটি ভাংচুর করতে থাকে। এ সময় বাজারের পাহারাদার এগিয়ে এলে তাকে প্রানে মেরে ফেরারও হুমকি দেয় দূর্বৃত্তরা। ক্যাম্পে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি, টেলিভিশন ও আসবাব ভাংচুর করে সেগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনার প্রতিবাদে বিএনপির সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের হাটাব এলাকায় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মোক্তার মাষ্টার, সামাউন মোল্লা, আরিফ হোসেন, জুয়েল, নিশাত মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের কর্মী সমর্থকরা।