সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে গত বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উপর হামলাকারী রনি বিল্লাহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহমুদ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহমুদ জানান, রনি বিল্লাহ একজন ¯^ঘোষিত ছাত্রলীগ নেতা। সে ছাত্রলীগের কোন পদে নেই। সে একজন মাদকসেবী এবং বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমপন্থী সাবেক ছাত্রদল নেতা। তার চাচা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মধুও রেজাউল করিমপন্থী বিএনপি নেতা। বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের ধরেই সে আজহারুল ইসলাম মান্নানের উপর হাত তুলতে পারে। তাছাড়া তাদের মাঝে কোন ব্যক্তিগত কোন্দলও থাকতে পারে। তাই ঘটনাটিকে ছাত্রলীগের সঙ্গে জড়ানো একটি গভীর ষড়যন্ত্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃক্সখলা মিটিং চলাকালে রনি বিল্লাহ নামে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী ওখানে উপস্থিত হয়ে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে মারধর করেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রনি বিল্লাহকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রনি বিল্লাহ সোনারগাঁ পৌরসভার নাছির উদ্দিনের ছেলে। এলাকাবাসীর মতে, এরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এব্যাপারে সোনারগাঁয়ের ধানের শীষ প্রার্থী আজহারুল ইসলাম মানান সাহেবকে তার মুঠো ফোনে কল করে পাওয়া যায়নি।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াজ সাহেব বলেন যে, রনি বিল্লাহ সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং তাকে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার মিছিলে দেখা গেছে।