ব্যালট বিপ্লবের মাধ্যমে এ সরকারকে উপযুক্ত জবাব দেওয়া হবে- এসএম আকরাম

456

সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ-৫ সদর বন্দর আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী আলহাজ্ব এসএম আকরাম বলেছেন,আমি শান্তিতে বিশ্বাসী। ভয়ভীতি পরিহার করে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনারা ৩০ ডিসেম্বর ধানের র্শীষে ভোট দিয়ে এদেশে গনতন্ত্র ফিরিয়ে আনবেন।

১৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ দরাগা জামে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগে কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন আমার অনেক শক্তি। কারন আবুল কালাম সাহেব ও এডঃ তৈমুর আলম খন্দকার ও এটিএম কামালসহ বিএনপি নেতারা আমার সাথে রয়েছে।  নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়েছি। ধানের র্শীষের প্রচারনায় বাধাগ্রস্থ করছে সরকার। প্রচারনায় মাইক কেড়ে নিচ্ছে। বর্তমান সরকার জানে নির্বাচন সুষ্ঠো হলে তাদের পরাজয় অনিবার্য। তাই তারা বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানীসহ তাদেরকে বিভিন্ন স্থানে মারধর করা হচ্ছে।  তবে এ দুঃশাষনের একদিন পরিসমাপ্তি ঘটবে। জনগন ব্যালট বিপ্লবের মাধ্যমে এ সরকারকে উপযুক্ত জবাব দিবে।

এ সময় তার সাথে ছিলেন সাবেক এমপি আলহাজ্ব এডঃ আবুল কালাম, মহানগর বিএনপি সহ-সভাপতি হাজী নূর উদ্দিন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক এডঃ আবু আল ইউসুফ খান টিপু, আব্দুল সবুর খান সেন্টু, মহানগর যুবদলের নেতা মনোয়ার হোসেন শোখন, বন্দর থানা যুবদলের নেতা নাজমুল হক রানা, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, বন্দর থানা ছাত্রদল নেতা শাহাদুল্লাহ মুকুল, যুবদল নেতা রতন, মহানগর জেএসডি সভাপতি আব্দুল মোতালিব মাষ্টারসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।