বন্দরে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

406

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১’শ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকার মৃত মিন্নত আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন (৫২) সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল বৌবাজার এলাকার মিছির আলী মিয়ার ছেলে নাসির (২৫) ঢাকা যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকার মৃত মাহাবুব হোসেনের ছেলে মারুফ (১৬) বন্দর শাহীমসজিদ বৌবাজার এলাকার রিয়াজুল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী  রফিকুল ইসলাম আকাশ (১৮) ও নেহাল সরদারের বাগ এলাকার গুলজার হোসেনের ছেলে অপর মাদক ব্যবসায়ী রহিম (৩০)।

গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।