পৌর মেয়রের ক্ষমতার দাপট, প্রকাশ্য গাড়ী চালককে পেটাল মেয়র, সর্বত্র তোলপাড়

519

হাসিবুল হাসান ও তৌরব হোসেনঃ সোনারগাঁ পৌর মেয়র সাদেকুর রহমান এক গাড়ী চালককে প্রকাশ্যে পেটাল। ঐ সময়ে ঐ চালক বার বার ক্ষমা চেয়ে,আহাজারি করে মেয়রের দুই পাঁ ধরে বসে থেকে, কয়েক বার মাফ চাইলেও উল্টো আরও চটে যান মেয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সর্বত্র সমালোচনা ও তোলপাড় শুরু হয়। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরের প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।

 আরও জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে ও পৌর প্রকল্প পরিচালক (পিডি) বেড়াতে আসলে তাকে রয়েল রিসোর্ট নামের একটি হোটেল থেকে বিদায় জানানোর পর নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান। এসময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই নসিমন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মেয়র সাদেকুর রহমানের গাড়ির এক পাশের সামান্য রঙ ও দাগ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে ওই চালককে বেধরক মারতে শুরু করে। পরে ঐ চালক নিজের অপরাধ শিকার করে মেয়রের পাঁয়ে ধরে ক্ষমা চেয়েও রক্ষা পায়নি। সেসময় উপস্থিত জনগণ ভিডিও ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেয়। তাৎক্ষনিকভাবে ঘটনাটি সোনারগাঁসহ সর্বত্র ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে মেয়রের সমর্থকেরাও ওই চালককে মারধর করে গাড়িসহ আটক করে রাখে। এ এক বর্বরাতাকেও হার মানিয়েছে তার এই অমানবিক নির্যাতন। মেয়র কখনও লাথি মারছেন, কখনওবা হাতে থাকা লাঠি দিয়ে পেটাচ্ছে। আর বলছেন গাড়ি এভাবে চালায়? ওই সময় আশপাশের লোকজন তাকে নিবৃত করার চেষ্টা করলেও তিনি থামেননি। মেয়রের সঙ্গে চালককে মারতে দেখা গেল কন্ঠ শিল্প রিপনকেও। অথচ রিপন একজন সংস্কৃতিকমনা ব্যক্তি। চালকটিকে বাঁচানোর চেষ্টা না করে তাকেও উল্টো মেয়রের নির্যাতনের দিকে ঠেলে দিতে দেখা গেল ভিডিওতে। এমন বর্বরতার বিচারের দাবিতে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

 পৌরবাসীসূত্রে জানা গেছে, মেয়র সাদেকুর রহমান টানা দুই মেয়াদে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় বেশ জনপ্রিয় হলেও তিনি খুবই বদমেজাজী একজন মেয়র হিসেবেই পরিচিত। আইন কানুন তোয়াক্কা করেন না। ওই সময় থেকেই তিনি বিচার শালিশির নামে মানুষের উপর নির্যাতন করে আসছিলেন। তবে বয়সের ভারে নুব্জ হলেও তেজ কমেনি এই মেয়রের। নিজেই এখন রাস্তা-ঘাটে অসহায়দের মারধর করতে শুরু করে দিলেন। এমনটাই মন্তব্য আসছে ফেসবুকের এই ভিডিওতে।ঘটনাটি জানতে চাইলে মেয়র সাদেকুর রহমান বলেন, আমি পৌর প্রকল্প পরিচালক (পিডি) বেড়াতে আসলে তাকে রয়েল রিসোর্ট নামের একটি হোটেল থেকে বিদায় জানানোর পর নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলাম। আমি আমার গাড়িটা খুব যতœ করে রাখি। কিন্তু ঐ ছেলে দ্রুতগতিতে এসে বাঁশ বোঝাই নসিমন লাগিয়ে আমার গাড়িটি দুমড়ে মুচড়ে ফেলে। তাই ক্ষোভে হাতের লাঠি দিয়ে কয়েকটি আঘাত করি। পরে স্থানীয়রা ঐ ছেলেকে গাড়িসহ আটক করে রাখে।

 তিনি আরও বলেন, রাগে ঐ ছেলেকে মারধর করেছি। কিন্তু সেটা আমি ভুল করেছি। তাই পরে মা চেয়ে ঐ ছেলেকে ছাড়িয়ে দেই।