আবারও গোলামী করার সুযোগ পেলে বন্দরে কেউ হত দরিদ্র থাকবে না – সেলিম ওসমান

525

রাসেদুল হাসান, বন্দরঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান বলেছেন, বন্দরের মানুষ আর চিটা ধানে বিশ্বাস করে না তারা চিনিগুড়া ধান চায়। বন্দরবাসী উন্নত তাই তারা উন্নয়নকে ভালোবাসে। আমি যদি আবারো আপনাদের গোলামীর সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ এ এলাকার কেউ হত দরিদ্র থাকবে না। এই আমার ওয়াদা। শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৯নং ওয়ার্ডস্থ আয়োজিত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমি ওসমান পরিবারের কেউ না। আমি মাছ ওয়ালা সেলিম ওসমান আমি মুরগী ওয়ালা সেলিম ওসমান। যেখানে অসহায় দুঃখি সেখানেই আমি। আমার একটাই স্বপ্ন সেটা আমার ভবিষৎ প্রজন্মের উন্নয়ন। নাসিক’১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর। অনুষ্ঠানদ্বয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলালীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম,মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা আ’লীগ নেতা ওয়াজেদ আলী খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাপার আহ্ববায়ক আবুল জাহের,মহানগর আহ্বায়ক সানাউল্লাহ সানু,বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী মিয়া, নাসিক’র ১৯,২০,২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শিউলী নওশাদ,১৯নং ওয়ার্ড জাপা’র সভাপতি পলি বেগম, কলাগাছিয়া ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কাউছার আহমেদ রনি, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ,যুবলীগ নেতা ইউসূফ রহমান বাবু,হাসানুজ্জামান মিঠু প্রমূখ।