সময়ের চিন্তা ডট কমঃ ১৬ই ডিসেম্বর রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি), অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর), শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে আয়োজিত পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন এবং ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসেনর উর্ধ্বতন কর্মকর্তাগণও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।