সেলিম ওসমানের পক্ষে হুইল চেয়ারে বসে খলিল মেম্বারের গনসংযোগে জনতার গনজোয়ার

546

বন্দর প্রতিনিধিঃ দল যার যার সেলিম ওসমান সবার এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর,বন্দর) আসনের সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম সেলিম ওসমান কে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মদনপুর ইউপির ৫ নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত বর্তমান সফল ইউপি সদস্য সন্ত্রাসী হামলায় আহত খলিলুর রহমান খলিল মেম্বারের উদ্যোগে নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর রবিবার সকাল থেকে দূপুর পর্যন্ত মদনপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মদনপুর বাসস্ট্যান্ড,চানঁপুর,চাঁনপুর ভূইয়াবাড়ী সহ কয়েকটি গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে হুইলচেয়ারে বসে ব্যানার ফ্যাষ্টুন নিয়ে মহাজোটের প্রার্থী আলহাজ¦ একেএম সেলিম ওসমানের পক্ষে ভোট প্রার্থনা করেন। গনসংযোগ কালে সন্ত্রাসী হামলায় আহত খলিল মেম্বার সকলের উদ্দেশ্যে বলেন,ইতিপূর্বে বন্দরে যারা সংসদ সদস্য হয়েছেন তার মধ্যে সেলিম ওসমান ছাড়া অন্যরা সকলেই তাদের নিজেদের আখের গুছাতে ব্যাস্ত ছিলেন।তারা কোন দিন আমাদের বন্দর বাসী তথা মদনপুর বাসীদের জন্য কল্যান বয়ে আনতে পারেননি।অন্য দিকে আলহাজ¦ সেলিম ওসমান দল মত নির্বিশেষে বন্দরের প্রতিটি এলাকাবাসীর জন্য নিজ অর্থায়ণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসা ও রাস্তাঘাটের সার্বিক উন্নয়ণ করে সারা দেশের এমপিদের জন্য রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন।খলিল মেম্বার আরোও বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে রাজপথে রাজনীতি করছি।আমাকে আমার আদর্শ থেকে সরাতে না পেরে আমার উপর একাধিক বার সন্ত্রাসী হামলা হয়েছে,আমি অসুস্থ্য হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত মহাজোট প্রার্থী গরীবের বন্ধু বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানকে বিজয়ী করতে গনসংযোগ করছি,কোন সন্ত্রাসীদের কালোহাত আমাকে আমার আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।এসময় গনসংযোগে উপস্থিত শত শত এলাকাবাসী তাদের প্রিয় মেম্বারের উপর যারা হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এসময় খলিল মেম্বারের নিজ হাতে গড়ে তোলা চানঁপুর খেলাঘরের প্রায় ৩ শতাধিক সদস্যরা গনসংযোগে উপস্থিত হয়ে বন্দরের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গরীবের বন্ধু আলহাজ¦ একেএম সেলিম ওসমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে যেকোন বাধা বিপত্তি উপেক্ষা করে খলিল মেম্বারের নের্র্তৃত্বে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।