রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামানকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করতে মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। গতকাল রোববার বিকেলে রূপগঞ্জে নোয়াপাড়া এলাকায় ওঠান বৈঠক, গণসংযোগ ও শোডাউন করেন বিএনপি নেতারা। এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ওঠান বৈঠকে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন হিসেবে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেয়। বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে সকল ক্ষোভ জেরে ফেলে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে হবে। বিজয়ী করতে হবে ধানের শীষকে। এখন আর ব্যক্তির দিকে চেয়ে থাকলে চলবে না। দলের জন্য এবং ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে থাকতে হবে। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী কেন্দ্র ছাড়া যাবে না। ঘোষণা নিয়েই কেন্দ্র ত্যাগ করার আহবান জানান এই নেতা। এ সময় বিএনপির প্রার্থী কাজী মনির“জ্জামান, বিএনপির কেন্দ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তর“নদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও দলের প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দেন। রূপগঞ্জে গণসংযোগও করেছেন।
তৃণমূল বিএনপির নেতাকর্র্মীরা মনে করছেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মাঠে নামায় আরো একধাপ এগিয়ে গেলো বিএনপির বিজয়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত। পরে কাজী মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপস্থিত নেতাকর্মীরা গণসংযোগ করেন।