আওয়ামীলীগ নেতা ও ইউ পি চেয়ারম্যান ইঞ্জি: মাছুমের বর্ণাঢ্য বিজয় র‍্যালী

572

সময়ের চিন্তা, মোঃ নুর নবী জনিঃ ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের সোনারগাঁ উপজেলার প্রধান কার্যালয়ের সামনে রোববার বিকালে আওয়ামীলীগ নেতা ও ইউ পি চেয়ারম্যান ইঞ্জি: মাছুমের নেতৃতে  এক বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি এ কে এম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোটের এমপি পার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে লাঙ্গল মার্কায় ভোট চাইতে শামীম ওসমান সহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জের হেভীওয়েট নেতারা এক মঞ্চে সমবেত হন। অনুষ্ঠানে সবচাইতে বেশী নেতা কর্মী নিয়ে বিজয় র‍্যালী সফল করলেন পিরোজপুর ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুম ও আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু।
বণার্ঢ্য বিজয় র‍্যালীতে প্রায় হাজার হাজার নেতা কর্মী যোগদানের বিষয়ে ইঞ্জি:মাসুদুর রহমান মাছুম বলেন, যে কোন মূল্যেই মহাজোটের প্রার্থী জনাব লিয়াকত হোসেন খোকাকে বিজয়ী করতেই এই বর্ণাঢ্য র‍্যালী । জনগনের সেবক ও মাটি ও মানুষের নেতা লিয়াকত হোসেন খোকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ্য করে তিনি আরো বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রেই খোকা সাহেবকে আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী করতে ইতিমধ্যে আমরা কাজ করা শুরু করেছি।

এ সময় আওয়ামীলীগ নেতা সামসু বলেন,জননেত্রী যেহেতু সোনারগাঁয়ে লাঙ্গল মার্কা নির্বাচিত করেছে সেহেতু নৌকায় লাঙ্গল লাঙ্গলই নৌকা এ আসন থেকে লাঙ্গল কে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
এসময় মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার লাঙ্গল মার্কার পোষ্টার প্লেকার্ড হাতে নিয়ে নেচে গেয়ে ঢোল বাজিয়ে র‍্যালীতে যোগ দিতে দেখা গেছে পিরোজপুর এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সর্মর্থকদের।