আব্দুল্লাহ আল কায়সারের সফলতা কামনায় সাদিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া

507

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সিংহ প্রতীকের প্রার্থী ও অত্র আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের সফলতা কামনায় ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার সকালে সাদিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের ও নির্বাচনী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচির মধ্য থেকে অত্র ইউপি’র ৩নং ওয়ার্ডের কাজীপাড়া বাজারে রোববার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অত্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাদিপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত থেকে দোয়ার শরিক হোন। দোয়ায় ৩০ তারিখের নির্বাচনে সিংহ প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের সফলতা কামনা করা হয়। এসময় সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রূপন পাল, সহ-সভাপতি সোহেল, ক্রীড়া সম্পাদক পারভেজ, সদস্য আকিবুর ও নাজমুল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির মেম্বার, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা জাহাঙ্গির, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন, ৩নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দোয়ায় শরিক হোন।