নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নভেম্বর ‘২০১৮ মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় জনাব সার্জেন্ট/ মোঃ জুহাইর, ট্রাফিক বিভাগ, নারায়ণগঞ্জ মটরযান আইনের ১৪০ ধারায় ১৫টি, ১৪০(২) ধারায় ৩০টি, ১৪৩ ধারায় ০৮টি, ১৫১ ধারায় ১২৫টি, ১৫২ ধারায় ২৭টি, ১৫৩ ধারায় ০৭টি, ১৫৬ ধারায় ০৭টি, ১৫৭ ধারায় ৪০টি এবং অন্যান্য ধারায় ৫৩ টিসহ মোট ২৯২টি প্রসিকিউশন দাখিল করেন। সার্বিক বিবেচনায় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।