মামলা তদন্ত সফল অফিসার হিসেবে পুরস্কার পেলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিবি, নারায়ণগঞ্জ

479

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নভেম্বর‘২০১৮ মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় জনাব জনাব মোঃ গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিঃ), জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ। রূপগঞ্জ থানার মামলা নং-২৩ তারিখ-০৮-১১-২০১৮খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দন্ডবিধি মামলার ঘটনায় জড়িত ০২জনকে গ্রেফতার করেন। তাহাদের মধ্যে ০১ জন আসামী বিজ্ঞ আদালতে দোষ-স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রাদন করেন। তিনি অত্যন্ত দক্ষতার সহিত মামলা তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করে উক্ত মামলাটির তদন্তকার্য সম্পর্ণ করার স্বীকৃতি স্বরূপ ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের মামলা তদন্তে সফল অফিসার হিসেবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।