নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নভেম্বর‘২০১৮ মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন নারায়ণগঞ্জ জেলার জনাব মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জিআর-৩৭৮, সিআর-২৯৫, সাজা জিআর-৪,সিআর-৩সহ মোট-৩৮০টি পরোয়ানা তামিল করেন। নিয়মিত মামলায় এজাহারনামীয় ১২২ জন, সন্দিগ্ধ ১৬৬ জন সহ মোট ২৮৮জন আসামী গ্রেফতার করেন। তাছাড়া ৪৯জন আসামীসহ ০৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১৩৪৫ পিচ ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন, যাহার আনুমানিক মূল্য ৬০,০০,০০০ টাকা। নভেম্বর’২০১৮ মাসে মোট ৭৮টি মামলা নিস্পত্তি করেন। ইহাছাড়া ০১টি নন-এফ.আই.আর প্রসিকিউশন, ৩৫০টি বি-রোল ইস্যু, ৬০টি বন্দুক চেকিং এবং ২টি শুটারগান উদ্ধার করেন। সার্বিক বিবেচনায় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।