পূর্ব শত্রুতার জেরধরে রূপগঞ্জে নারীসহ একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম

418

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ারূপগঞ্জে পূর্ব শত্রæতার জের ধওে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার কুমারটেক পর্শি বাজার এলাকার ১১ নং সেক্টরে ঘটে এ ঘটনা। এসময় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

আহত নুরছালাম, জানান, তিনি পূর্বাচল উপশহওে প্লটের ঠিকাদারী কাজ কওে আসছে। বুধবার সকালে পূর্বাচল উপশহওে কুমারটেক পর্শি বাজার এলাকার ১১ নং সেক্টরের ৪০৪ নং রাস্তার ৮ নং প্লটের কাজ করছিলেন। কাজ চলাকালীন সময়ে পূর্ব শত্রæতার জেরধরে একই এলাকার মোঃ সামছুল মিয়া , মোমেন মিয়া , মামুন মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাউন্ডারী করার কাজে বাধা দেয়। নুর ছালাম এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। নূও সালামের ডাক চিৎকাওে বড় ভাই নূর মোহাম্মদ ও তার স্ত্রী জান্নাাত বেগম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরও পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় প্রতিপক্ষ মোমেন মিয়া তার হাতের থাকা রামদা দিয়ে নূর মোহাম্মদকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জান্নাতি বেগমকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। তাদেও ডাক চিৎকাওে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পওে স্থানীয়রা তাদেরকে উদ্ধার কওে আহত অবস্থায় উপজেলা ¯^াস্থ-কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলহক জানান , এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।