নারায়নগঞ্জ প্রতিনিধিঃগোগনগরে বিএনপি, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরাম।
১৯ই ডিসেম্বর বুধবার সকাল ৯টায় গোগনগর, শহীদনগর ও গোগনগর বড় মসজিদ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন। এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের আহ্বায়ক দেলোয়র হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সাঈদ আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর সেচ্ছাসেবক দলের নেতা শায়ব উল্লাহ রোমান, সাহারিয়া ইমন, মাফিকিল মুস্তফা শিপলু, মহানগর সেচ্ছাসেবক দলের নেতা রোমান বিএনপির নেতা এড. সুলতান মাহমুদ, গোগনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠসিক সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নাগরিক ঐক্যের সমš^য়কারী সোহেলামনি, সাম্যবাদী দলের ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি মিরাজ, মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, সাম্যবাদী দলের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, নাগরিক ঐক্যের খোরশেদা আক্তার খুশি, প্রমুখ।