সোনারগাঁ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে পথসভা করার কথা ছিলো বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল কুমিল্লা যাওয়ার পথে নারায়ণগঞ্জের উপজেলার কাঁচপুর এলাকায় এ পথ সভার আয়োজনের কথা ছিলো। কিন্তু সোনারগাঁ থানা বিএনপির শীর্ষ নেতাকর্মীদের নিন্ম আদালতে হাজিরা থাকার কারণে এ পথসভা বাতিল করেন সোনারগাঁ থানা বিএনপি।
সোনারগাঁ থানা বিএনপির সেক্রেটারী আজহারুল ইসলাম মান্নান জানান, সোনারগাঁ থানা পুলিশের দায়ের করা মামলায় থানা বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নারায়ণগঞ্জ নিন্ম আদালতে হাজিরা থাকার কারণে মহাসচিবের পথসভা বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এই দেশে যদি গণতন্ত্র থাকত তাহলে জনগন উৎসব পরিবেশে নির্বাচন করত। এখন দেখি জনগনকে পুলিশ দিয়ে গণগ্রেফতার, হুমকি দিয়ে নির্বাচন করাতে চায়।
তিনি আরও বলেন, গত দুইদিন ধরে আমার নিবার্চনী এলাকায় পুলিশ সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করছে এবং হুমকি ধমকি দিচ্ছে। তারা যেন এলাকায় না থাকে গত মঙ্গলবার রাতে কমপক্ষে ১০০ নেতাকর্মীদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমি বলতে চাই হামলা মামলা দিয়ে আমাকে বা আমার দলের নেতাকর্মীদের নিবার্চন থেকে দূরে রাখা যাবেনা। সরকার চাচ্ছে বিএনপি যেন নির্বাচন ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সরকার যতই পরিস্থিতি ঘোলাটে করুক আমি নির্বাচনী মাঠে থাকবো। সোনারগাঁয়ের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে আমি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে বিজয়ী হয়ে এর জবাব দিব ইনশাআল্লাহ।