বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পরিষদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান

589

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা  ও মহানগর পরিষদের পক্ষ হতে সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)’কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাস, সাধারন সম্পাদক প্রদীপ কুমার সাহা এবং মহানগর পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় পুলিশ সুপার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অনুরোধ করেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।