হাসিবুল হাসান, সোনারগাঁঃ সমাজ কল্যাণ সংস্থার থেকে সকল সদস্যবৃন্ধর উদ্যোগে ভিটেহীন বৃদ্ধ ও পথ শিশুদের জন্য শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়েছে। সমাজ কল্যাণ সংস্থা থেকে আমরা সর্বদা চেষ্টা করি গরীব দুখীদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে সকল সদস্য আমাদের সাথে সর্বদা সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছে। আমার সহচর দুই ভাই হিমেল ও তুষার, তাদেরকে নিয়ে সকল সদস্য বৃন্দের সহায়তায় আমরা সফলতার সাথে কাজ করতে সক্ষম হয়েছি, ধন্যবাদ জানাচ্ছি, প্রধান ভূমিকায় ছিলেন , রিদুয়ান ইসলাম। তাছাড়া, অন্নি,রিফাত,শিশির, কেয়া, মিশা,নীলা, বন্যা, মাহামুদা সুলতানা, জান্নাত, সোহান, লিমন , ফারিহা হাসিব, তামজিদ, জীদান ও ইজি কোচিং সেন্টারের স্নেহ শিক্ত ভাই বোনদের।