ষ্টাফ রিপোর্টার : নারায়গঞ্জ-৫ (সদর বন্দর) আসনে ২৩ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ করিব হোসেন বলেছেন নির্বাচন নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের সময় একেবারে ঘনিয়ে আসলেও নির্বাচনী কোনো আমেজ নেই। বিরোধী দলের নেতা কর্মীদের হামলা, মামলা ও গ্রেফতার করে কোনঠাসা করে রাখা হচ্ছে। বিরোধী দলের গণসংযোগে হামলা, বিভিন্ন এলাকায় যেতে বাধা, পোস্টার ছিড়ে ফেলাসহ বিভিন্ন প্রকার হুমকি, ধমকি দিয়ে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নস্ট করে ফেলা হয়েছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে একটানা দুপুর পর্যন্ত দেওয়াল ঘড়ির সমর্থনে বন্দর ঘাট, বন্দর বাজার, থানা এলাকা, সোনাকান্দা হাট, নবীগঞ্জ ঘাটসহ বিভিন্ন এলাকায় দেওয়াল ঘড়ির পক্ষে গণসংযোগকারে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার দলের প্রার্থীদের লাগামহীন বক্তব্যের মাধ্যমে দেশকে একটি অস্থিতীশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে, ২০১৪ সালের মতো পাতানো কোনো নির্বাচন এবার জাতি মেনে নিবেনা। জাতিকে নিজেদের মুক্তির জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়তে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিরোধীদের রাজনীতিতে অবদান রাখার সুযোগ দিচ্ছে না। যা একটি দেশের জন্য কোন ভাবেই কাম্য নয়। এবার ভোট দিতে পারবে কিনা তা এখনো পর্যন্ত বুঝা যাচ্ছে না।
হাফেজ কবির হোসেনের সাথে এ সময় গণসংযোগে আরো অংশগ্রহণ করেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্আলম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, খন্দকার হাফেজ আওলাদ হোসাইন, জেলা সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, মহানগর বায়তুলমাল সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পাঠাগার সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য মাওলানা জেলা নির্বাহী সদস্য মাওলানা আন্দুল ওয়াদুদ, মাওলানা ওমর ফারুক, মনির হোসাইন, শহীদুজ্জামান।