সোনারগাঁ প্রতিনিধিঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে সমর্থন জানিয়ে লাঙলের পক্ষে গণসংযোগ শুরু করেছে উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা একথা জানান।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিকলীগের নেতাকর্মীরা।