সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লাঙল প্রতীকধারী মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে মহাজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া, খংসারদী, মনারবাগ, হারিয়া, রামগঞ্জ, নতুনপাড়া, উলুকান্দি ও আনন্দবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় দলমত নির্বিশেষে সাধারন ভোটাররা লিয়াকত হোসেন খোকাকে স্বাগত জানান এবং উন্নয়নে সিদ্ধহস্ত খোকাকে আবারো এমপি নির্বাচিত করার ঘোষনা দেন।
গণসংযোগকালে এমপি লিয়াকত হোসেন খোকার সঙ্গে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, যুবলীগ নেতা মোহাম্মদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল বাসেত মেম্বার, সাইদুর রহমান মোল্লা, জাতীয় পার্টি নেতা আইয়ুব আলী মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, আবুল মেম্বার, মজিবুর মেম্বার, বাচ্চু সরকার, ইলিয়াস মিয়া, মল্লিক মঞ্জুর হোসেন হিরু, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক গাজী রিপন, সোনারগাঁ উপজেলা যুবসংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু, আপন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক সহ মহাজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী।