খোকন হাজীর নেতৃত্বে লাঙ্গলের গণসংযোগ

450

রাসেদুল হাসান, সময়ের চিন্তা ডট কমঃ বন্দর উপজেলা স্বেচাছসেবক পার্টির সভাপতি খোকন হাজীর নেতৃত্বে লাঙ্গলের পক্ষে গণসংযোগ করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ডে লাঙ্গলের ভোট চেয়ে প্রচারণা করা হয়। প্রচারণার সময় দলিল লেখক হাজি মো খোকন বলেন, একেএম সেলিম ওসমান বন্দরের ব্যাপক উন্নয়ণ করেছেন। আমরা যদি বন্দরের উন্নয়ণ চাই তবে আবারো লাঙ্গলকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মাহবুবুর রহমান, হাজী শহীদ, মো জামান, মো. আলম, মো. মামু, আশিক মোল্লা, রাজু, রোমান, সীমান্ত তোশিদসহ আরো অনেকে।