বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বন্দর কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাজী সুমন প্রধাণের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বন্দর উপজেলাস্থ বুরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। সুমন প্রধাণ জানান, প্রয়াত শ্রদ্ধেয় নাসিম ওসমান সাহেব ছিলেন একজন কর্মীবান্ধব, জনদরদী ও সার্বজনীন নেতা। তার স্মৃতিচারণ করতে গেলে মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে। তিনি যে কতটা উদার মনে অধিকারী ছিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাকে খুব কাছ থেকে দেখেছি আমি। এমপি হয়েও অত্যন্ত্য সাদামাটা জীবন-যাপন করতেন তিনি। গরিব দুঃখি মানুষের মুখের হাসি ছিলো তার নেশা। তার মত অভিভাবক হারিয়ে সত্যিই অপূরনীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ এর সর্বস্থরের কাছে আমি দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।



