সফিকুল ইসলাম ইমামঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় বিনামূল্যে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
কৃষি কর্মকর্তা মনিরা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া।
এ ছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় ১০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি আউশ,৫ কেজি উকশি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।