ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‍্যালী ও আলোচনা

216

সোনারগাঁ প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে গতকাল রোববার সকালে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীদের নিয়ে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও মুজিব নগর দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তারা বিশেষ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান,আওয়ামীলীগ নেতা নিলু কামালসহ অন্যান্য নেতাকর্মীরা।