নকলায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

154


মোঃ মাহমুদুল হাসান মামুন:
শেরপুর জেলা নকলা উপজেলা ৭ নং টালকী ইউনিয়ন এর সাইলামপুর গ্রামের শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত অনুমান ১টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শফিক ওই এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, উপজেলার সাইলামপুর পুর্বপাড়া এলাকার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের দিহান স্টোর এন্ড মেডিসিন পয়েন্টের নামের একটি দোকান ছিল।বিকাশে এজেন্ট ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে সেই দোকানে রাত্রী যাপন করতেন তিনি। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বিকাশের আনুমানিক ২ লাখ টাকা নিয়ে যায়। সকাল ৯ টার দিকে শফিকের পুত্রবধু দোকানে গেলে তার লাশ ঘরের মধ্যে দেখতে পায়। আশে পাশের লোকজন , উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাস ও ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতায় শফিকের মরদেহ থানায় আনা হলে পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নকলা থানার ওসি মো. আব্