হত্যার উদ্দেশ্যেই স্মৃতির হুমকি

154

নিজস্ব প্রতিনিধিঃ আজমেরি জাহরা ইভাকে হত্যার উদ্দেশ্যেই হুমকি দিয়েছে নতুন পালপাড়ার স্মৃতি রানী দাস।দিপালী রানী দাসের মেয়ে স্মৃতি রানী দাস ১২ই নভেম্বর ১১.৪৫ মিনিটের সমর আজমেরি জাহরা ইভার বাসায় গিয়ে কর্তব্যরত পুলিশের সামনে অশোভাচরন ও হুমকি প্রদান করে বলে জানায় ইভা। নতুন পালপাড়া আজহার সুপার মার্কেটের ৫ম তলায় ইভার বাসায় গিয়ে বলে যে, উঠিয়ে নিয়ে বস্তায় ভরে ইট বেধে শীতালক্ষা নদীতে ফেলে দিব। কার নির্দেশে বা কার ইন্ধনে এমনটি করছে এই স্মৃতি ও দিপালী। এক ছাত্রলীগ নেতৃত্রীর সহয়তায় ও ইন্ধনে করছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। ইভা বাদী হয়ে নারায়নগঞ্জ সদর থানায় ১৪ নভেম্বর সাধারন ডায়েরী করে, যার নং ৮৭৫ । হুবহুব তোলে ধরা হলঃ

নারায়ণগঞ্জ সদর মডেল জেলা-নারায়নগঞ্জ আপনার নিকট এই মর্মে আবেদন করতেছি যে, ১)স্মৃতি রানী দাস (৩১)-মাতাঃ দিপালী দাস পিতা-শংকর চন্দ্র দাস ২)দিপালী দাস (৫৫) পিতা-মৃত বৃন্দাবন দাস, মাতা-মৃত সুরুজ বালা দাস, স্বামী- শংকর চন্দ্র দাস সাং-উকিল পাড়া আজহার মার্কেট ৫ম তলা, পোঃ ও থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা নারায়ণগঞ্জ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মিথ্যা অভিযোগ করে পুলিশ নিয়ে আমাদের অপদস্থ ও অশোভাচরন করে। হুমকি ধমকি দেয় এই বলে উঠিয়ে নিয়ে বস্তায় ভরে ইট বেধে শীতালক্ষ্যা নদীতে ফেলে দেব।পুলিশের সামনে অকথ্য ভাষায় গালাগালি করে। বিগত ২৪/০৯/২৪ ইং তারিখে স্মৃতি ছাত্রলীগের এক নেতৃত্রীর সাথে গিয়ে গোপনে কু-পরামর্শ করে তার বাসা থেকে অনেক পুরান কাপড় নিয়ে আসে আমাকে মেরে লাশ ঘুম করার জন্য। টানাবাজার মোড়ে তোতার দোকানের সামনে এসে বলে আজহারকে ধর্ষনের মামলা দিয়েছি, তাকে ওয়ারেন্ট করিয়ে জেলে ভরে খুন করিয়ে আজামেরিকে হত্যা মামলায় ফাসিয়ে সব দখল করব। আজমেরি আর পাবেলের সন্তানদের নারায়ণগঞ্জ থেকে উৎখাত করব। এ সমস্ত কথা শুনে আমি নিম্মস্বাক্ষরকারী ভীতি ও শংকায় আছি, যে কোন সময় তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে, আমাকে ঘুম-খুন করতে পারে। তাই আমি এই সন্ত্রাসী ও কু-কর্মকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে চাচ্ছি।