“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় খানপুর হাসপাতাল পরিদর্শন

231

ইভা প্রধান: ২৬ এপ্রিল রোজ শনিবার “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পরিদর্শন করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল। হাসপাতালটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিল হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন, কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখে এবং দ্রুত সেখানে স্থানান্তরের পরামর্শ দেয়।

জেলা প্রশাসক লক্ষ্য করে, নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মাদকের আস্তানা গড়ে উঠেছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। একইসঙ্গে ডাক্তারদের আবাসন সুবিধা এবং আনসার সদস্যদের জন্য পৃথক আবাসন নির্মাণের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে এবং আনসারদের জন্য একটি আবাসন ভবন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

হাসপাতালে হুইলচেয়ারের সংকট থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে, এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিসি তাৎক্ষণিকভাবে ৫টি হুইলচেয়ার সরবরাহ করে, যা রোগীদের চলাচলে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

পরিদর্শনের সময় ডিসি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশগত অবস্থা পর্যালোচনা করে। সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ডিসি বলে, “হাসপাতালকে সবসময় পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখতে হবে।”

সেবার জন্য মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। হাসপাতালকে একটি সুগঠিত, আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে একটি গুণগত পরিবর্তনের সূচনা হবে এবং নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হবে।