ফ্যসিবাদ ও সন্ত্রাস শাহ নিজামের দোসর সাদেকুর অধরা কেন?

255

নিজস্ব প্রতিনিধিঃ তৎকালীন ফ্যসিবাদ সরকারের সন্ত্রাস শাহ নিজামের দোসর সাদেকুর রহমান অন্তর অধরা কেন ? শুশীল সমাজ জানতে চায়। সাদেকুরের বউ লেডি সন্ত্রাস সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, তথ্য যাচাই করার জন্য মেসেজ দিলে কল করে হুমকি ও ধমকি দিয়েছে সাদেকুর রহমান অন্তরের বউ লেডী সন্ত্রাসী। প্রতিবেদকের প্রশ্ন- আপনি সাদেকুর রহমান অন্তর, গার্মেন্টস ব্যবসা করেছেন, এটা কি আপনার ছবি? আপনার বাবার নাম হাজি আব্বাস আলি মিয়া, ঠিকানাঃ ১/১ উওর চাষাড়া, ব্যাংক কলোনি। কোন জবাব দেয়নি প্রতারক সাদেকুর রহমান।

আবার প্রতিবেদকের প্রশ্ন- আপনি শাহ নিজামের সহচর, আওয়ামী দোসর হয়ে একজন সাংবাদিকের সাথে পাল্টি নিচ্ছেন। আপনি কিভাবে ব্যবসা করেছেন তা কিন্তু আমি জানি। এম এন এস আপারেলস এর মালিক আপনি, তথ্য সঠিক আছে কি? তার পরেও বাটপার সাদেকুর কোন জবাব দেয়নি।

কিছুক্ষন পরে সাদেকুরের বউ লেডী সন্ত্রাসী কল করে প্রতিবেদককে দেখে নেওয়ার, মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে, অশোভাচরন, অকথ্য ভাষা ব্যবহার করে গালাগালি করে।

প্রতিবেদক আইনত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে,

তথ্য সুত্রে, সাদেকুর রহমান অন্তর তার সিদ্দিরগঞ্জ থানার জমি ভাড়া দেয় ব্যবসায়ী ও  সাংবাদিক মোঃ সোহেলের কাছে। সোহেল তার জমির উপর ব্যবসার জন্য সেট করে গোডাউন তৈরি করে। ডিডের মেয়াত শেষ না হতেই অন্ত্র বেশি টাকায় ভাড়া দেওয়ার পায়তারা  শুরু করে ডিডের আইন না মেনে।  সিদ্দিরগঞ্জ থানায় ফ্যাসিবাদ সরকারের সন্ত্রাসী শাহ নিজামের প্রভাব খাটিয়ে সুবিধা নিয়ে হয়রানি করেছে ব্যবসায়ী ও সাংবাদিক সোহেলকে। ১০০% সফলতা না হতে পেরে আবার আদালতে মামলা করে হয়রানী করছে বলে জানা যায়। এর প্রেক্ষিতি প্রতিবেদক সাদেকুরের ফোনে কল দিলে কল কেটে দেয়, পরে প্রতিবেদক মেসেজ দিয়ে তথ্য জানাতে চাইলে তাকে দেখে নেওয়ার ও মিথ্যা মামলার হুমকি দেয়।