নিজস্ব প্রতিনিধি :
চারটি দেশ আর একাধিক কাগজপত্র দেখে মনে এ যেন এক সিনেমার গল্প কিন্তু না এটা বাংলাদেশের সোনারগাঁওয়ের ছেলে মাহবুব মামুন শিকদারের বাস্তব ঘটনা। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মাহবুব মামুন সিকদার কলাপাতা রেস্টুরেন্টের অংশীদাদ কিন্তু তার আড়ালে রয়েছে ভয়াবহ এক প্রতারণার গল্প।
অভিযোগ রয়েছে, সে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এক জালিয়াতি সিন্ডিকেট। নিজের আসল পরিচয় গোপন রেখে নিয়েছে ভুয়া নামে পাসপোর্ট। ঘুরেছে চারটি দেশ, খুলেছে ব্যাংক একাউন্ট, ইভেন মানি লন্ডারিং আইনে লংঘন করেছে।
২০২২ সালে অনিমেষ চাকমা নামে একটি পাসপোর্ট করে সেখানে মামুন জন্ম তারিখ দেখায় ১৯ মার্চ ১৯৭৫ এবং ঠিকানা দেখায় খাগড়াছড়ি যেটা তার পরিচয়ের সাথে মিলে না। তার আসল পরিচয় হল – মাহবুব মামুন শিকদার পিতা- খোরশেদ শিকদার, জম্ম তারিখ- জানুয়ারি ১, ১৯৭১ সাং – কৃঞ্চপুরা থানা- সোনারগাঁও। কিন্তু ভুয়া পরিচয়ে মামুন শিকদার ভিসা পায় দুবাই, মালেশিয়া, ঘানা এবং কম্বোডিয়া। ২০২৪ সালে চেন্নাই সফর করে ইনডিগোর ফ্লাইটে, থাকে হোটেল ক্রিস্টাল পার্কে সাথে ছিল আরেকজন। পুরো আয়োজন করে এক বেসরকারি এজেন্সি যাদের অফিস যমুনা ফিউচার পার্কে আর শাখা সোনারগাঁয়ে।
এখন প্রশ্ন এর পেছনে কারা দায়ী। এরকম প্রতারণা একার পক্ষে সম্ভব না। তার সাথে রয়েছে অনেক রাঘব বোয়াল, যারা ধরা ছোয়ার বাহিরে। আর তাদের সাথে রয়েছে হরেক রকম ব্যবসা, জানা যায় মেঘনা ব্রীজের দক্ষিন পারে বাটেরচর গ্রামে রয়েছে বিশাল কলাপাতা নামে বেকারী, নাই কোন সাইনবোর্ড, তৈরি হচ্ছে নানা রকম প্রোডাক্ট, যা দিয়ে ফাকি দিচ্ছে সরকারি টেক্স ও কর।
চলবে