রেজাউল-মান্নান ২ পক্ষের সংঘর্ষ: আহত ২

279

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২জনই বিএনপির কর্মী বলে জানা গেছে।

৮ জুন রবিবার রাত ১০টার পর উপজেলার বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেংগাকান্দি গ্রামে ডিশ ব্যবসা ও বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র যুবদল নেতা হারুনের সাথে ছাত্রদল নেতা ইউনূসের বড় ভাই মঞ্জুর তর্কে লিপ্ত হয়, কথা কাটাকাটির একপর্যায়ে ২ পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে মঞ্জুর ও হারুন ২ জনই মারাত্মকভাবে আহত হলে- মঞ্জুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হারুনকে চিটাগাং রোডের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা ইউনুস বলে, আমার বড় ভাই মঞ্জুরকে যুবলীগ নেতা ইকবালের নেতৃত্বে বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে রাতের খাবার খাওয়া থেকে ফোন করে উঠিয়ে নিয়ে হামলা করে। হামলার সাথে জড়িতরা উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থক বলে জানা গেছে। আরও জানায়, হামলাকারীরা তার ঘরবাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। এ সময় তার বোনের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা নগদ অর্থ ও কোরবানির গরুর মাংসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি’র ৫নং ওয়ার্ড সভাপতি বিল্লাল মুন্সী বলে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপ মান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এখানে আমার চাচাতো ভাই ইকবাল জড়িত নয়। যুবদল নেতা হারুন ও মঞ্জুর তারা ঐ এলাকায় ডিশ ব্যবসা ও বালুর ব্যবসা করে আসতেছে। এই ব্যবসাকে কেন্দ্র করেই তাদের মাঝে সংঘর্ষ হয়। এখানে আমি কিংবা আমার ভাই যুবলীগ নেতা ইকবাল জড়িত নয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা ও বানোয়াট। আমরা সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। মামলার বিষয় চলমান আছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলে, সংঘর্ষের খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।