আদমজী ইপিজেডে শ্রমিকদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

728

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে আদমজী ইপিজেডে অবস্থিত পোষাক কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লিফলেট বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ সরকার প্রধানের নির্দেশ” সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু জ্বরের লক্ষন, ডেঙ্গু হলে করণীয়, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা চেনার উপায়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে যা পাঠ করলে সহজেই ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়া যায়।
এসময় পুলিশ সুপার বলেন, ডেঙ্গু নিয়ে আতংকের কিছু নেই। সাধারণ চিৎিসায় জ্বর সেরে যায়। ডেঙ্গু প্রতিরোধে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বাসবাড়ি পরিস্কার রাখা, জমানো পানি অপসারণ ও মশারী ব্যবহার করে ডেঙ্গুর প্রকোশ রোধ করা যায়। এ জন্য সচেতনতাই যথেষ্ট। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হেলালুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন খান ও মোঃ আইনুল হক এবং পরিদর্শক বশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।