তোমার আমার প্রেম
মোহিত রঞ্জন বেরা
গল্প শুনেছি আমি,
ভাবিনি তুমি এমন
তোমার সঙ্গে প্রথম প্রেমে,
করেছে আমায় পাগল l
কষ্ট করে পেয়েছি আমি
ছাড়বো না কোনদিন ,
যদি তোমায় ছেড়ে যাই
তবে সে আমার মৃত্যু দিন l
সমুদ্রের জল কলসি তে ভরা যায় না
তোমার আমার ভালোবাসার কথা
কাউকে বোঝানো যায় না l
নদীর জল মোহনায় এসে
সমুদ্র ঠিক মিসবেই,
তোমার আমার ভালবাসা
জন্ম জন্মান্তর চলবেই l