সাংবাদিক নয়নের পরিবারের দায়িত্ব নিলেন ইউএনও নাহিদা বারিক

992

স্টাফ রিপোর্টার : সাংবাদিক মেহেদী হাসান নয়নের পরিবারের দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা ( ইউএনও ) নাহিদা বারিক। ১৭ নভেম্বর রবিবার রাত ৮ টায় নয়নের পরিবারের খোঁজ খবর নিতে বাস ভবনে ছুটে আসেন।

এ সময় সাংবাদিক নয়নের স্ত্রী কে নগদ ১০ হাজার টাকা অনদান প্রদান করেন। এছাড়াও ছোট সন্তানটির ভবিষ্যতের কথা বিবেচনা করে নয়নের পরিবারের জন্য সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।

রবিবার দুপুরে ইহকাল ত্যাগ করেন মেহেদী হাসান নয়ন। এরআগে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসাধীন ছিলেন। বাদ এশা দেওভোগ পাক্কা রোড স্কুল মাঠে নয়নের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মরহুম মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং টাইমস্ নারায়ণগঞ্জের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।