৪৪০ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীক গ্রেফতার

461

আশিকুজ্জামানঃমিঠাপুকুরে ৪৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৯৯০ টাকাসহ আকাশ মিয়া (২২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর (উত্তর) ডিবি পুলিশ। বুধবার রাতে খোড়াগাছ ইউনিয়নের তালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আকাশ মিয়া তালতলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

রংপুর (উত্তর) ডিবি পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টার দিকে খোড়াগাছ ইউনিয়নের তালতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় ৪৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৯৯০ টাকাসহ ব্যবসায়ী আকাশ মিয়াকে গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।