রূপগঞ্জে অবৈধ ইটভাটাকে পনেরো লাখ টাকা জরিমানা

304

আশিকুজ্জামানঃবুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

রূপগঞ্জে অবৈধ ছয়টি ইটভাটাকে মোট পনেরো লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। একই সাথে ইটভাটাগুলোকে গুড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক মঈনুল হক, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

ইটভাটাগুলো হলো- রূপগঞ্জের পুটিনা এলাকার মইন অধরা ব্রিকস (জরিমানা দুই লাখ), মেসার্স হেলাল ব্রিকস (এক লাখ), দাউদপুরের মেসার্স সালাম ব্রিকস-২ (দুই লাখ), মেসার্স সততা ব্রিকস (পাঁচ লাখ), মেসার্স আরএমকে ব্রিকস (দুই লাখ), মেসার্স থ্রি এ ব্রিকস (তিন লাখ)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার জানান, আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীনভাবে নিষিদ্ধ এলাকায় ইটভাটা নির্মাণ করে পরিবেশ দূষণ করার অপরাধে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।