‘সড়কের বেহাল দশা’র কারনে দেড়শ পরিবার চরম দূর্ভোগ

255

সময়ের চিন্তা ডট কমঃ ফরাজীকান্দায় কাজীবাড়ী’সড়কের বেহাল দশা’র কারনে দেড়শ পরিবার চরম দূর্ভোগের স্বীকার হয়েছে। বন্দরের ফরাজীকান্দা উত্তর পাশে কাজীবাড়ীর দিকে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তাটি বন্দর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান এর বাড়ী যেতে প্রায় দেড়’শ পরিবারের বসবাস। একটু বৃষ্টি হলেই নিচু এলাকা হওয়াতে তা পানিতে তলিয়ে যায়।

এলাকাবাসী জানায় নাসিক ২০ নং ওয়ার্ডের বাসিন্দা আমরা, এ রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে হয়। অথচ একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি বাড়ীঘরে ঢুকে যায়, ফলে চলাচলের অসুবিধা ড্রেনের ময়লা আবর্জনায় মশা বেড়ে গেছে, মশার উপদ্রবে বাচ্চাদের নিয়ে ঘরে পড়াশোনা করাতেও অসুবিধা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর কে কয়েকবার এ ব্যাপার টা জানিয়েছি, কোন প্রতিকার পাইনি। রাস্তার ড্রেনের কয়েকটি স্লাভ ভেঙ্গে যাওয়ায় অনেকেই রাতের অন্ধকারে খেয়াল করতে না পারায়, ড্রেনের ভাঙ্গা স্লাভে পড়ে অনেকের পা ভেঙ্গে গেছে এবং অনেক বয়স্ক নামাজীরা মসজিদে নামাজ আদায় করতে গেলে ড্রেনের ময়লা পানিতে শরীর নাপাকি হওয়ার ভয়ে মসজিদে নামাজ আদায় করতে যেতে পারেন না বলে জানায়।

এলাকাবাসীর দাবি বর্ষা আসার আগেই যেন আমাদের রাস্তার ড্রেনটির ময়লা পরিস্কার করে রাস্তাটি সংস্কার করা হোক।