সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতির অবনতি

367

নিজস্ব প্রতিনিধিঃ নতুন করে সুরমা নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ফের সুনামগঞ্জ শহরে বন্যা দেখা দিয়েছে।
সুনামগঞ্জরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শহিদুর রহমান জানান, শনিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ায় সুনামগঞ্জ শহরের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শহরের উকিল পাড়ায় বিভিন্ন দোকানদার তাদের পণ্য পানি থেকে সুরক্ষায় উঁচু স্থানে রাখছেন।
এছাড়া শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, মল্লিকপুর পশ্চিম তেঘরিয়াসহ আরও কয়েকটি এলাকায় সুরমা নদীর পানি উপচে লোকালয় ঢুকছে।
এদিকে জেলার তাহিরপুর দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার মেঘালয় সীমান্তের শতাধিক ঝরনা পানি উজান থেকে প্রবল বেগে নামছে ভাটিতে। ভাসিয়ে নিয়ে যাচ্ছে বসত ভিটে, গবাদি পশু, পুকুরের মাছ।
সদর উপজেলার লালপুর, রাধানগর, কুতুবপুর, রসুলপুর, চালবন, ভাদেরটেক গ্রামে প্লাবিত হয়েছে। পানিতে সুনামগঞ্জ-সাচনা, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ-তাহিরপুর, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ২০টি জায়গা তুলিয়ে গেছে।
সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া বলেন, দুই সপ্তাহের মধ্যে পরপর দু’বার বন্যায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জবাসী। এতে গ্রামের লোকজন আরও বেশি বিপাকে পড়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান জানান, বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।