র‍্যাব-৫ এর সফলতায় ট্রফি গ্রহণ

920

হাসান আল মামুনঃ র‍্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের মধ্যে র‍্যাব -৫, রাজশাহী ২০১৯ সালে অবৈধ মাদক উদ্ধারে প্রথম স্থান, অবৈধ অস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থান এবং সার্বিক আভিযানিক কর্মকান্ডে তৃতীয় স্থান অর্জন করে। উক্ত সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ র‍্যাব  ফোর্সেস  মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন এর নিকট হতে র‍্যাব -৫ রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম ট্রফি গ্রহণ করেন।