ভুলতা গাউছিয়ায় র‌্যাব-১১ এর অভিযানে ৩ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

527

নিজস্ব প্রতিনিধিঃ ভুলতা গাউছিয়া এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০৩ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে ০৩ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ ইসমাইল হোসেন (২০), ২। মোঃ রিফাত (১৮) এবং ৩। মোঃ মাসুম মিয়া (২০)।  এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৫,০৩০/- টাকা জব্দ করা হয়।

উপস্থিত স্বাক্ষী ও লেগুনা চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, জনৈক রতন মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ৮০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৫,০৩০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ ইসমাইল হোসেন (২০), ২। মোঃ রিফাত (১৮) এবং ৩। মোঃ মাসুম মিয়া (২০)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে অবৈধভাবে ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।